পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సె8 প্রাকৃতিক বিজ্ঞানের স্থল মৰ্ম্ম । প্রকাশিত হয়, তখন তাহাদিগের বিভিন্ন বর্ণই সূর্ঘ্যের আলোকমাত্র। সূর্য্যের আলোক যে বিবিধ বর্ণের সমষ্টি, তাহার প্রমাণ এই যে, প্রকৃতির বিবিধ রাজ্যে আমরা যত প্রকার বর্ণ দেখি, এক সূর্য্যের আলোক বিবিধ রূপে ধিশ্লিষ্ট বা মিশ্রিত করিয়া সকলই প্রস্তুত করা যায় । আলোকের গতি এত দ্রুত যে অনেক দিন পর্য্যন্ত আলোকের প্রচার তাৎক্ষণিক বলিয়া বোধ ছিল ; কিন্তু এখন কোন এক পরিমিত স্থান অতিক্রম করিতে আলোকের কত সময় লাগে তাহা নির্ণীত হইয়াছে। ১৬৭৫ খৃষ্টাব্দে এই স্বন্দর আবিষ্কার সর্বপ্রথম ঘটে ; রোমার (Romer ) নামক দিনামার জ্যোতির্বিৎ ইহার আবিষ্কৰ্ত্তা। এই আবিষ্কারের তথ্য বোধগম্য করিবার চেষ্টা করা যাউক । সূ সূর্য্যের প্রতিভূ ; প ফ ব ভ ম য পৃথিবীর কক্ষ ; ব্ৰ বৃহস্পতিগ্রহের' স্থান—এই গ্রহ সূৰ্য্য হইতে পৃথিবীর ব্যবধান অপেক্ষা পাঁচ গুণ দূরে আলোকের গতি।