পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আলোক । R& অর্থাৎ প্রায় ৬০০ নিযুত মাইল দূরে অবস্থিতি করে। যেমন চন্দ্র / o পৃথিবীকে প্রদক্ষিণ করে .সেই রূপ বৃহস্পতির চন্দ্র বৃহস্পতির | | চতুর্দিকে প্রদক্ষিণ করে ; কিন্তু । বৃহস্পতির চন্দ্রের বেগ অধিকতর এবং তাহার সম্পূর্ণ প্রদক্ষিণের সময় অপেক্ষাকৃত অল্প—কেবল | | ৪২ ঘণ্টা ২৮মিনিট ও ৩৫সেকেণ্ড l " | অথবা স্থূলত সাড়ে বেয়াল্লিশ | - == " ঘণ্টা লাগে। ঐ উপগ্রহের গ্রাস ১৯শ চিত্র । . ও পরে মুক্তাবস্থার মধ্যে যে সময় লাগে তাহ দ্বার আলোকের গতির বেগ নির্ণীত হইয়াছে। যখন উপগ্রহটী বৃহস্পতিগ্রহের ছায়ার মধ্যে প্রবিষ্ট হইয়া অদৃশ্য হয়, তখন তাহার গ্রাস বলা যায় ; যখন উহ ঐ ছায়া হইতে মুক্ত হইয়া সূৰ্য্যালোকলাভে চকচকু করিতে থাকে, তখন তাহার মুক্তাবস্থা। উত্তরায়ণের ( summer solstice) frĘ oitā q tā ofist