পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆసి প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মৰ্ম্ম । আপন কক্ষের ফ বিন্দুতে আসে তখন ঐ উপগ্রহকে একবার মুক্তাবস্থায় দেখিতে পাওয়া যায় ; সেইদিন ও লগ্ন একেবারে ঠিক করিয়া লিপিবদ্ধ করিতে হয়। ইহার তিন মাস পরে যখন পৃথিবী নিজ কক্ষে ভ্রমণ করিতে করিতে ব বিন্দুতে আসে তখন আবার এক বার উপগ্রহের মুক্তাবস্থা দেখা যায়। ইহা প্রথম মুক্তাবস্থা হইতে পঞ্চাশত্তম মুক্তাবস্থা ; সুতরাং এই শেষ মুক্তাবস্থা ৪২ ঘণ্টা ২৮মিনিট ৩৫ সেকেণ্ডের ৫০ গুণ সময়ে ঘটা উচিত কিন্তু সেই সময়ে উহা ঘটিতে দেখা যায় না—উহা কতক মিনিট বিলম্বে ঘটে, পৃথিবীর অধিক বা অল্প পথ গমনানুসারে ৮ বা ১০ মিনিট বিলম্ব হয় । এই বিলম্বের অন্য কোন কারণ নাই—কেবল উপগ্রহের আলোক ছ হইতে ফ -তে আসা অপেক্ষা ছ হইতে বর্তে আসিতে অধিক পথ অতিক্রম করিয়া আসিতে হয়, এই জন্য ঐ টুকু অধিক বিলম্ব হয় এই মাত্র। এমতে ফ হইতে বতে আসিতে আলোকের যে সময় লাগে তাহা ব্যক্ত হয় । পৃথিবীর কক্ষ সম্বন্ধে ফ ব একটা জ্যা (chord, )