পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আলোক । Go যাহার দৈর্ঘ্য মাইলে জানা আছে। অতএব ইহা হইতে গণনা কৰিয়া জানা যায় যে এক সেকেণ্ডে অঙ্গলোক কত দূর যায়। গণনা দ্বারা দেখা যায় যে আলোক এক সেকেণ্ডে ১৯০০০০ মাইল গমন করে । এইরূপ দ্রুতবেগে আলোক প্রচারিত হয় । এই সিদ্ধান্ত উক্ত বৎসরের দ্বিতীয়ভাগে আরও সপ্রমাণ হয়। দক্ষিণায়নের (winter solstice) fo পরে য বিন্দুতে উপগ্রহের গ্রহণ সন্দর্শন করিয়া যদি তাহার তিন মাস পরে ম বিন্দুতে পুনরায় গ্রহণ দেখা যায় তাহা হইলে পূর্ব গ্রহণ অপেক্ষ এই শেষুেক্তি পঞ্চাশত্তম গ্রহণ কিছু শীঘ্ৰ দেখা যায় ; ৪২ ঘণ্টা ২৮ মিনিট ৩৫ সেকেণ্ডের ৫০ গুণ বিলম্বের অপেক্ষা করে না, কারণ এবার আলোকের ম য জ্যা কম আসিতে হয়—এই জ্যার দৈর্ঘ্য ফ ব জ্যার দৈর্ঘ্যের ন্যায় গণনা দ্বারা জানা যায়। এই সিদ্ধাস্তফল উত্তম উত্তম যন্ত্র সহকারে অনেকানেক পরীক্ষা দ্বারা স্থিরীকৃত হইয়াছে। যদিও পৃথিবীর পৃষ্ঠে ১৯ মাইল ব্যৰধানযুক্ত