পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ه/le রচনাপ্রণালী সৰ্ব্বত্র লেখকের নিজস্ব সম্পত্তি। বিশেষতঃ • লেখক যেখানে সমালোচনার, স্পর্শের অতীত, সেখানে র্তাহার নিজস্ব বিষয়ে হস্তক্ষেপে অনধিকার চর্চা ও ধৃষ্টতা ८थकांश्ं कुञ्जं*।। এই কারণে দুই চারিট শব্দ বা দুই চারিট বাক্যমাত্র ঈষৎ পরিবৰ্ত্তিত হইয়াছে। পারিভাষিক শব্দের পরিবর্তনে কিছু অধিক মাত্রায় স্বাধীনতা গ্রহণ করিয়াছি। গ্রন্থকার বিবিধ বিজ্ঞানের পারিভাষিক শব্দ সংকলনে বিশেষ উদ্যোগী ছিলেন । র্তাহার স্বরচিত অনেক শব্দ এই গ্রন্থে দেখ। যাইবে। ইহার মধ্যে অনেকে ভাষায় স্থায়িত্ব লাভ করিবে আশা করি। র্তাহার রচিত ও ব্যবহৃত কতিপয় শব্দ বঙ্গলাইয়া তাহার স্থানে এখনকার বৈজ্ঞানিক সাহিত্যে প্রচলিত শব্দ দেওয়া গিয়াছে। রাসায়নিক অংশে গ্রন্থকারের রচিত পারিভাষিক শব ব্যতীত আরও কতকগুলি নুতন শব আমাকে বসাইতে হইয়াছে। কিছু দিন পূর্বে "সাহিত্য পরিষদ পত্রিকায়” আমি রাসায়নিক পরিভাষা সম্বন্ধে একটি প্রস্তাব লিখিয়াছিলাম। ক্ষিতীন্দ্র বাবু ও তাহার আত্মীয়বর্গ ঐ প্রস্তাবের প্রতি কতকটা পক্ষপাত দেখাইয়াছেন। তাহদের সম্মতিক্রমে এমন কি অনুরোধক্রমে, আমার অনিচ্ছা সত্ত্বেও, আমার রচিত কতকগুলি রসায়ন সংক্রাস্ত পারি