পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাকৃতিক বিজ্ঞানের স্থল মৰ্ম্ম। • • د এইরূপ ঘটিবে কি না, তাহ দাতের ফাকের মধ্য দিয়া আলোককিরণের আয়নাতে যাইবার ও ফিরিয়া আসিবার সময়ের উপর এবং ঐ চাকাকে ঘুরাইবার বেগের উপর নির্ভর করে। ফিয়জ এমন করিয়া পরীক্ষা করিয়াছিলেন যে তিনি প্রত্যাবৃত্ত আলোককিরণকে প্রতিরোধ করিতে পারিয়ছিলেন এবং ঐ দন্তবৎ চক্রের ঘূর্ণনবেগ অবগত থাকাতে তিনি চাকার দাতের ফাকের মধ্য হইতে আলোককিরণের আয়নায় গিয়া ফিরিয়া আসিবার সময় গণনা করিতে পারিয়াছিলেন এবং এইরূপে তিনি আলোকের বেগ পরিমাণ করিয়াছিলেন । T সুর্য হইতে বিভিন্ন গ্রহে সূৰ্য্য হইতে পৃথিবীতে আসিতে আলোক পৌছিতে বিভিন্ন আলোকের ৮ মিনিট ১৮ সময় লাগে । , সেকেণ্ড লাগে। অতএব ৮ মিনিট ১৮ সেকেণ্ড পূর্বে সূৰ্য্য যেখানে ছিল সেইখানে আমরা সূৰ্য্যকে দেখিতে পাই। সূৰ্য্য হইতে আলোককিরণের ভিন্ন ভিন্ন গ্রহে পৌছিতে ভিন্ন ভিন্ন সময় লাগে, বৃহস্পতিতে যাইতে