পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আলোক S e > ৮ মিনিট ১৮ সেকেণ্ডের ৫ গুণ সময় লাগে ; শনিতে যাইতে ৯ গুণ এবং ইন্দ্রে ( Neptune) যাইতে ৩০ গুণ সময় লুগে। © সূৰ্য্য হইতে পৃথিবী যত দূর, পৃথিবী, হইতে তারাগণের দূরতী তদপেক্ষ দুই লক্ষ গুণেরও অধিক হওয়াতে, সৰ্ব্বাপেক্ষা নিকটতম তারা হইতে আমাদিগের নিকট আলোক আসিতে ৮ মিনিট ১৮ সেকেণ্ডের দুই লক্ষ গুণেরও অধিক, প্রায় সাড়ে চারি বৎসর সময় লাগে । ইহা অত্যন্ত সম্ভবপর যে, এমন অনেক দৃশ্যমান তারা আছে যাহার এই নূ্যনকল্প সীমার বহুশতগুণ দূরে অবস্থিত আছে এবং সুতরাং তাহাদিগের আলোক পৃথিবীস্থ দর্শকদিগের গোচর হইতে বহু শতাব্দী কাল অতিবাহিত হয়। এমতে ঐ সকল দূরদূরস্থিত বৃহদায়তন প্রকাও প্রকাণ্ড সূৰ্য্য পরিবর্তিত, উৎপাতগ্রস্ত বা একেবারে নির্বাণপ্রাপ্ত হইতে পারে, তথাপি আমরা পরে বহু শতাক পৰ্য্যন্ত তাহাদিগকে বাস্তবিক বর্তমান বলিয়া গ্রহণ করিব ।