পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/১৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজ্ঞাপন । নিম্নলিখিত পুস্তকগুলি কলিকাতা, যোড়াসাঁকো, ৫৫ নম্বর অপার চিৎপুর রোড আদি ব্রাহ্মসমাজ কাৰ্য্যালয়ে লীযুক্ত হরেকৃষ্ণ গঙ্গোপাধ্যায়ের নিকট অথবা ৬ নম্বর দ্বারকানাথ ঠাকুরের গলি,"যোড়াসাঁকো, ঠিকানায় ত্রযুক্ত ক্ষিতীন্দ্রনাথ ঠাকুরের নিকট প্রাপ্তব্য। প্রাকৃতিক বিজ্ঞানের স্থল মৰ্ম্ম (সচিত্র) vহেমেন্দ্রনাথ ঠাকুর প্রণীত। উত্তম কাগজ ও বাধাই ; মূল্য দ• বার অান মাত্র। ডাঃ মা: /e এক আন । অধ্যাত্মধৰ্ম্ম ও অজ্ঞেয়বাদ শ্রীক্ষিতীন্দ্রনাথ ঠাকুর প্রণীত। মূল্য দ• বার আনা, মাঃ অৰ্দ্ধ আনা। ইহাতে হাৰ্বাট স্পেনসর প্রভৃতি পাশ্চাত্য অজ্ঞেয়বাদীদিগের নাস্তিক্যপ্রবণ মত খণ্ডন করিয়া ভারতের সনাতন অধ্যাত্মধৰ্ম্মের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করিবার চেষ্টা করা গিয়াছে। রাজা হরিশ্চন্দ্র প্রক্ষিতীন্দ্রনাথ ঠাকুর প্রণীত । মূলf y• দুই আনা ; মা অৰ্দ্ধ আনা। কম্বুলিয়াটোলা লাইব্রেরীর কোন বিশেষ অধিবেশন উপলক্ষে ষ্টার রঙ্গমঞ্চে পঠিত। ইহাতে ধারাবাহিক ভাবে বেদ অবধি কৃত্তিবাস রামায়ণ পৰ্য্যন্ত হরিশ্চন্দ্র কথার উৎপত্তি ও বিস্তৃতি প্রদর্শিত হইয়াং। উপসংহারে পৌরাণিক হরিশ্চন্দ্র কথার নিবৃত্তি ভাবের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করা হইয়াছে।