পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাকৃতিক বিজ্ঞানের স্কুল মর্ম। প্রাকৃতিক ঘটনা ও তাহার কারণ। চতুর্দিকে স্বভাবের যে সকল ঘটনা আমাদের প্রত্যক্ষগোচর হয়, এবং যে সকল কারণ হইটত সেই সকল ঘটনা উৎপন্ন হয়, তাহার শিক্ষাদানই প্রাকৃতিক বিজ্ঞানের উদ্দেশ্য। যে সকল কারণ সামান্ততঃ সকল বস্তুরই উপর কাৰ্য্য করে,এবং যাহারাতাহাদিগের বস্তুগত বা দ্রব্যগত ভাব পরিবর্তন না করিয়াও অবস্থান্তর প্রাপিত করে, ইহা কেবল সেই সকল সাধারণ কারণ লইয়াই থাকে। এই সকল কারণ অল্পসংখ্যক মাত্র। ইহাদিগকে নিম্নরূপে শ্রেণীবদ্ধ করা যাইতে পারে ; যথা,—ভার, তাপ, আণবিক ক্রিয়, চৌম্বক, তাড়িত, তাড়িতচৌম্বক, শব্দ এবং আলোক। আবার এই এক এক