পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R প্রাকৃতিক বিজ্ঞানের স্থল মৰ্ম্ম । নামে এক এক বড় বড় বিজ্ঞান-বিভাগ স্থাপিত হইয়াছে। এখন এই সমস্ত বিভাগকে কতক কতক দৃষ্টান্তের দ্বারা সঙেক্ষপে একে একে বিবৃত করিবার চেষ্টা করি ; তাহা হইলে বুঝিতে পারিব, কত কত ঘটনাশ্রেণী ইহার এক এক বিভাগের অন্তর্নিবিষ্ট হইয়া রহিয়াম্বে । ভার । उद्भि दितः । যে বল সকল দ্রব্যকেই পৃথ্বীতলে নিক্ষেপ করে, তাহাকেই ভার বলে। সকল বস্তুই ভূমিতে পড়ে, যদি তাহারা বিধৃত না হয়, ( যদি তাহাদিগকে কেহ ধরিয়া না রাখে )। এই ঘটনাটী এমনি স্বাভাবিক ও অবশ্বাস্তাবী যে, কেহ ভাবেও না যে ইহা কেন হয়—কেহ আপনার নিকট হইতে ইহার হিসাব চাহে না । কিন্তু যখন পরিত্যক্ত প্রস্তরখণ্ড ভূমিতে পড়ে ; যখন বৃষ্টি, তুষারশিলা মেঘের উদ্ধ হইতে অধঃপতিত হয়, তাহারা তখন নিজের স্বাভাবিক