পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভার। " وية ক্রিয়া দ্বারা আপনাদিগকে স্থানান্তরে চালায়-মা। তাহার প্রাণীও নহে, উদ্ভুিদও নহে, কিন্তু অন্যান্য নিরিন্দ্রিয়,পদার্থের স্যায় জড়ত্বগুণোপেত জড় পদার্থ মাত্র ; অর্থাৎ, না তাহারা আপনাকে আপনি গতি দিতে পারে, না অন্যের নিকট হইতে যে গতি পায়, তাহাকে কোনরূপে পরিবর্তিত করিতে পারে,—না তাহাকে কমাইতে পারে, না তাহাকে বাড়াইত পারে। অতএব অন্য কোন কারণ বা বল আছে, যাহার ক্রিয়াযোগে তাহারা চালিত ও পতিত হয় । জড় পদার্থমাত্র .এই বলের অধীন—ইহাকে ভার বলে । “বলেন বৈ পৃথিবী তিষ্ঠতি বলেনান্তরীক্ষং ”* ভারের অভিমুগত। যে, সকল দ্রব্য বিধৃত হয়, তাহার পড়ে না, কিন্তু পতনোমুখ থাকে ; যখন আমরা কোন বোঝা লই তখন আমরা তাহ পরীক্ষাতেই জানিতে পারি,—কেন না আমরা জানিতে পারি যে নিরন্তর চেষ্ট দ্বারা ঐ বোঝা বিধৃত হইতেছে। ওলন-যন্ত্রের ছামোগ্যোপনিষদ ।