পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 প্রাকৃতিক বিজ্ঞানের স্থল মৰ্ম্ম । সূতার আগায় যে সীসকখণ্ড ঝুলান যায়, তাহ সর্বদাই পতনবনত থাকে, এই জন্য তাহা সূত্রকে টানিয়া রাখে, এবং সূতা যদি অশক্ত বা কম-জোর হয়, অথবা সীসা যদি অধিক ভারী হয়, তাহা হইলে সূত্র ছিঁড়িবার আশঙ্কা থাকে। ওলন যে মুখে লক্ষ্য করে, ভারের মুখও সেই দিকে ; কারণ যত ক্ষণ সেই বল, যাহা ওলনকে টানিতেছে, ঠিক সূতার লম্বতানুসারে না পড়ে, লম্বতার দিকে না উপলক্ষিত হয়, ততক্ষণ ঐ ওলন-যন্ত্র স্থির হইয়া দাড়াইতে পারে না। ওলনের এইরূপ অভিমুখতাকে লোকে ঐ স্থানের সম্বন্ধে সোজ৷ বা খাড়া হইয়া উঠা কহে । স্থির জলের সম্বন্ধে উহা সৰ্ব্বদাই খাড়া, এবং ঐ জল, নিজে উহার সম্বন্ধে সমঢালবৰ্ত্তী বা চক্রবাড়দিগৃবৰ্ত্তী । পরীক্ষা দ্বারা সপ্রমাণ হইয়াছে যে, কি উচ্চতম পৰ্ব্বতশিখরে, কি নিম্নতম খনির গভীরে, জলে কি স্থলে, গ্রীষ্মপ্রদেশে কি মেরুসন্নিহিত স্থানে, পৃথ্বীমণ্ডলের সকল দিকেই এই ভারক্রিয়ার কার্য্য সম্পন্ন হইতেছে।