পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভার । (t পৃথিবীর গোলত্ব বশতঃ, উহার বিভিন্ন স্থানীস্থত ওলন তাপন আপন স্থানের প্রতি সোজ হইয়া দাড়াইলেই,তাহ্বারা সকলেই পৃথিবীর মধ্যবিন্দুর প্রতি অবলোকন করে। পৃথিবীর পৃষ্ঠদেশ সমগোলঢাল, সুতরাং ওলন সকল যখন বিভিন্ন স্থানের* প্রতি সোজা হইয়া দাড়ায়, তাহার \, { পরস্পরের সম্বন্ধে সমান্তরাল রেখায় (orদাড়াইতে পারে না, কিন্তু হেলিয়া /* ༢། হেলিয়া দাড়ায় । ১ম চিত্র । ভারের প্রভাব। ওলনের সীসা যে সূতার উপর ঝুলিয়া থাকে,তাহ যেমন সেই সূতাকে সোজা টানে, সেইরূপ যখন কোন দ্রব্য সমঢালের উপর থাকে, তখন সেই দ্রব্য তাহার আধারের প্রতি সোজা ভর দেয়। যখন কোন দ্রব্য পৰ্ব্বতের গড়ান প্রদেশ্নের স্যায় কোন ঢালুর উপর থাকে, তখনও সেই ঢালুস্থানের প্রতি তাহার চাপ সোজারূপে পড়ে। এই জন্য কোন ঠেকা বা ঘর্ষণ দ্বারা প্রতিরুদ্ধ না হইলে উহা গড়াইতে গড়াইতে বা সরিতে সরিতে নীচে পড়িয়া যায়। এইরূপে প্রস্তরখণ্ড