পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মৰ্ম্ম । والة সকল গড়াইতে গড়াইতে উপত্যকায় পড়ে ; পৰ্ব্বতের চেকণা মাটি যখন বৃষ্টিতে ভিজিয়া নরম হয় এবং তাহার ঘর্ষণের শক্তি কম হয়, তখন তদুপরিস্থ স্তরের উদ্ভিজ্জ মৃত্তিকারাশি খসিয়া পড়ে ; প্রকাণ্ড প্রকাণ্ড তুষার-চাপ পৰ্ব্বতের উপর প্রদেশ হইতে বিচ্ছিন্ন হইয় পড়িতে পড়িতে যে বেগ ধারণ করে, সেই বেগ দ্বারা বাড়ী গাছ পালা সম্মুখে যাহা কিছু পড়ে, সব একেবারে চুরমার করিয়া চলিয়া যায়। জল যে স্রোত বহিয়া যায়, তাহারও ঐ কারণ। যখন বৃহদায়তন নদী সকল অপরাপর নদনদী ও বেগবান প্রবাহ উৎসাদি প্রাপ্ত হইয়া গম্ভীর স্রোতে তাহাদিগের জলকে সমুদ্রাভিমুখে বহন করিতে থাকে, তখন তাহারা ভারের আদেশকেই শিরোধাৰ্য্য করে ; এই বলই তাহাদিগকে প্রোৎসাহিত করে, সঞ্জীবিত করে। ইহাই তাহাদিগের উপর আরোহী হইয়া, কখনো বা অত্যন্ত গড়ান প্রদেশে দ্রুতবেগে, কখনো বা অল্পগড়ান দেশে ধীরে ধীরে চালাইয়া লইয়া ষায় । কি ভূমিতলে, কি বৃহদায়তন সমুদ্রমাঝারে, এমন এক