পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভার। q ফোট জল দেখিতে পাওয়া যায় না, যাহা এক মিনিটের জন্য ভারের প্রভাব জুতিক্রম করিতে পারে। এমন একটু পরমাণু নাই,যাহাকে ইহা পরিত্যাগ করে ; কোন পরমাণুকে নিরাশ্রয় দেখিলে ইহা তাহাকে পড়িতে আহবান করে, এবং যদি তাই কিছুতে আশ্রয় করিয়া থাকে, তাহা হইলেও ভারেরই আদেশে সেই পরমাণু তাহার আশ্রয়কে চাপিতে থাকে। : ক্ষুদ্রের কথা দূরে থাক, পৰ্ব্বতেরাও নিজে পতনোমুখ। ভীষণ ভূমিকম্পনে, আগ্নেয়গিরির প্রবল অযুৎপাতে, যে সকল ক্ষণিক বলক্রিয়া পৃথিবীকে কম্পিত, চালিত ও বিদারিত করিয়া ভূমধ্য হইতে ভূধর ও কঠিন প্রস্তররাশি উদ্ধে আকাশমুখে প্রক্ষেপ করে, ভার চিরস্থায়ী বলরূপে অটলভাবে কাৰ্য্য করিয়া অবশেষে ঐ সকল ক্ষণিক বলের উপর জয়লাভ করে; যেই উহাদিগের ক্ষণিক ক্রিয়া অবসন্ন হইয়া গেল, তখন, যে ভার এতক্ষণ উৎক্ষিপ্ত পদার্থের কাহাকেও পরিত্যাগ করে নাই, সেই ভার প্রকাশ্যরূপে ও একমাত্র অধিপতিরূপে, ঈশ্বরপ্রদত্ত নিয়মানুসারে, তাহ