পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b- প্রাকৃতিক বিজ্ঞানের স্থল মৰ্ম্ম । দিগকে ভূমিমুখে আনয়ন করিয়া, তাহাদিগের দ্বারা এক নূতন সমতা বিধান করে। - তাপ । তাপের পরিচয় । তাপ নানা উপায় দ্বারা আপনাকে প্রকাশিত্ব করে। এক, যে উষ্ণতা আমাদের ইন্দ্রিয়গম্য হয় ; দ্বিতীয়তঃ, দ্রব্যের মধ্যে যে সকল পরিবর্তন ঘটায়, এই উভয়ের দ্বারাই আমরা তাপের পরিচয় পাই । * আমরা নিজেই পদার্থ বিশেষে বিভিন্ন পরিমাণে উষ্ণতা অনুভব করিয়া থাকি। আমরা বলি যে, এই বস্তুটী ঠাণ্ড বা গরম, বড় ঠাণ্ড বা বড় গরম, ঈষৎ ঠাণ্ডা বা ঈষৎ গরম.। আবার ইহাও আমরা জানি যে, ঐ বিশেষ বিশেষ ইন্দ্ৰিয়বোধের যে কারণ, তাহ সেই দ্রব্য হইতে ভিন্ন—কেন না আমরা সহজেই সেই একই দ্রব্যকে ঐ সকল অবস্থায় লইয়া যাইতে পারি। অতএব, তাপ দ্রব্য হইতে স্বতন্ত্র ; তাপ যখন