পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাপ । సె দ্রব্যের মধ্যে প্রবেশ করে, তখনি তাহ शबम बं অত্যন্ত গরম বা আগুণের মত গরম বলিয়া ব্যাখ্যাত হয়। আবারু যখন তাপ দ্রব্য হইতে বহির্গত হয়, তখন আমরা তাহাকে কম গরম, কুসুম গরমু, ঠাণ্ডা, অত্যন্ত ঠাণ্ড, বিপৰ্য্যয় ও বলি। so বায়ুইয়ে কেবল এইরূপ তাপ আহরণ ও বিসর্জন করিতে পারে, কখনও বা উষ্ণ, কখনও বা শীৰ্ত্তল হয়, তাহা নহে ; জল ও জলীয় পদার্থেরই যে কেবল এইরূপ ভাব, তাহাও নহে ; যে সকল পদার্থ অত্যন্ত কঠিন ও প্রতিঘাতকারী এবং অত্যন্ত নীরেট, যেমন লৌহ, ইস্পাৎ, হীরক প্রভূতি, তাহারাও পুনঃপুনঃ গরম ও শীতল হয়। তাপ দ্রব্যমূত্রেরই মধ্যে প্রবেশ করিতে পারে ও সেই দ্রব্যের উষ্ণতা সাধন করে এবং তাহা হইতে বাহিরে অল্পে অল্পে প্রস্থত হইয়া আবার সন্নিহিত পদার্থ সকলকে তাহাদের পালায় গরম করিয়া তুলে। - এই তাপ ভারজনক পদার্থ নহে, কারণ যখন ইহা কোন পদার্থের মধ্যে অনুপ্রবেশ করে, তখন ইহা দ্বার