পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У о প্রাকৃতিক বিজ্ঞানের স্থল মৰ্ম্ম। তাহার ভারের কোন বেশীকম তারতম্য হয় না। অণু তাপের স্বরূপ। সমূহের বিকম্পনেই তাপের উৎপত্তি হয়। তাপ পদার্থ নহে, উহা গতি হইতে উৎপন্ন ; বিকম্পনক্রিয়াবশতই কোন দ্রব্য কখনো গরম বোধ হয়, কখনো বা ঠাণ্ডা বোধ হয়। যদি কোন দ্রব্যে বিকম্পন অধিক পরিমাণে,অধিক বেগে, এবং শীঘ্ৰ শত্র হয়, তাছা হইলে সেই দ্রব্য অধিক তপ্ত হইল ; যদি বি ক্রিয়া অল্পপরিমাণে ও অল্প বেগে, এবং ধীরে ধীরে হয়, তাহা হইলে তাহা পূর্বাপেক্ষা ঠাণ্ড হইল। উষ্ণত।। দ্রব্যমধ্যে তাপের পরিমাণের ইতর বিশেষে ঐ দ্রব্যের উষ্ণতার ইতর বিশেষ হয় । • এই উষ্ণতা আমাদের স্পর্শেন্দ্রিয়ের গোচর। তাপমান যন্ত্র। কেবলমাত্র ইন্দ্রিয়ের সাহায্যে আমরা উষ্ণতার পরিমাণ একরূপ মোটামুটি বুঝিতে পারি, কিন্তু তাহাতে সূক্ষ পরিমাণ পাওয়া যায় না। অতএব, সেই ভ্রম নিরাকরণ পূর্বক উষ্ণতাংশ ঠিক করিয়া নিরূপণ করিবার জন্য বিভিন্ন প্রকার তাপমান যন্ত্র (Thermometer) zrg 5 ERHITLE I