পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ প্রাকৃতিক বিজ্ঞানের স্থল মৰ্ম্ম প্রবেশ করিতে পারে না ; ক্রমে যখন শীতল হইয়া তাহা পূর্ব উষ্ণতায় আসে, তখন অতিরিক্তায়তন আপনাপনি খৰ্ব্ব হইতে হইতে তাহা স্বয়ংই হাতার ভিতর পড়িয়া যায়। বহিরাম বৰ ৰায় নিম্নলিখিতরূপ বহ্রিমান যন্ত্র দ্বারা বিৰতিদিন" সংকোচ, বিস্তার এবং পূর্ববায়তন প্রাপ্ত হওয়ারূপ ঘটনাত্রয়কে বিস্তারিতরূপে প্রত্যক্ষ ৩য় চিত্র। গোচর করান যাইতে পারে। ক ধাতুময় দণ্ড, যাহার উপর পরীক্ষা চলিতেছে; উহাকে নিম্নস্থ জ্বলন্ত বারুণী (Alcohol) শিখা দ্বারা গরম করা যাইতেছে। ইহার এক মুখ ঘূর্ণিদণ্ড খ-তে দৃঢ়রপে লাগান আছে ; আর এক মুখ চ কঁাটাতে লাগিয়া আছে। এখন ধাতুময়