পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাপ । \లి দও ক-কে উত্তপ্ত করিলেই, তাহা বিস্তৃত হইয়া এই শেষ মুখে-চ কাটাকে ঠেলিতে থাকিবে, এবং সেই কাটা পরিমাপক যুক্সের (Quadrant ) উপর চলিয়া ধাতুদণ্ডের বিস্তৃতি নির্দেশ করিবে। san mana তরল পদার্থের, যেমন জলের, কি বিস্তুতিপৰীক্ষা তৈলের, কি বারুণীর, কি পারার বিস্তৃতি দেখাইবার জন্য একটা কাচের পাত্রের মুখে একটা সরু ছিদ্রবিশিষ্ট কাচের নল জোড়া দিতে হয় ; পরে সেই নলের অৰ্দ্ধেক পৰ্যন্ত তরল পদার্থে পূরিয়া তাহাকে একবার গরম জলে,একবার ঠাণ্ডা জলে চুবাইলে দেখা যাইবে যে, গরম জলে চুবাইবার " সময় নলের ভিতরের তরল পদার্থের ধর্ম। স্তন্ত ধীরে ধীরে কতকদূর পর্য্যন্ত উঠিয়া স্থির হইয়া থাকিবে; আবার ঠাণ্ডাজলে চুবাইবার সময় উহ কতকদূর পর্য্যন্ত নামিয়া স্থিরভাবে থাকিবে; আবার যদি উহাকে বাতাসে খানিকক্ষণ রাখিয়া ভিতরের