পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S 8 প্রাকৃতিক বিজ্ঞানের স্থল মৰ্ম্ম। তরল পদার্থের উষ্ণতাকে চতুর্দিকের উত্তাপের সমান করিয়া আনা যায়, তাহা হইলে ঐ তরল পদার্থের স্তস্ত পুনরায় আপনার সর্বপ্রথমস্থিত তলে আসিয়া দাড়ায়। এমতে তরল পদার্থের আয়তন দ্বারাই তাহার উষ্ণতা নির্দিষ্ট হয়। বায়ুর বিস্তৃতিপরীক্ষা। বায়ুর বিস্তুতি দেখাইবার জন্য একটা বড় কাচের কুজা চাই; তাহার মুখে দুই সমতল ক্ষুদ্র ফানসবিশিষ্ট দোফের নল এমনি ভাবে বসাইতে হইবে যে, আশপাশ হইতে বায়ু না যাইতে পারে। ঐ দুই খ ও গ ফানসের নীচের অৰ্দ্ধেক ভাগ জলপূর্ণ করিয়া ভিতরের বাতাসকে বাহিরের বাতাস হইতে বিচ্ছিন্ন করিতে হইবে। এখন যদি ক কুজার ফানসকে মদিরাসব ( Spirit ) প্রদীপ দ্বারা উত্তাপ দেওয়া যায়, তাহা হইলে তন্মধ্যস্থ বায়ু প্রসারিত হইয়া বক্র নলের জলের উপর চাপ প্রয়োগ করিয়া প্রথম খ ফানসের জলকে দ্বিতীয় গ ফানসে উঠাইয়া দিয়া ভিতর হইতে বুদবুদাকারে বাহির হইতে থাকে। উত্তাপ দিতে ক্ষান্ত হইলে.কুজার ক ফানস যখন