পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

స్త్రీ প্রাকৃতিক বিজ্ঞানের স্থল মৰ্ম্ম ।

=াপে গরম হয় এবং রাত্রিকালে ঠাণ্ড হয়, তখন ভাগে গদাধর বলিতে হইবে, সকল প্রদার্থেরই অবস্থাপৰিবৰ্ত্তন। আয়তনের নিরন্তর পরিবর্তন হইতেছে। যে সকল পদার্থ অত্যন্ত প্রতিযোগী ভাবেও লাগিয়া থাকে, যেমন বাষ্পীয় শকটের লৌহবত্বা সকল, ঝোলা সাকোর শিকল সকল, নিৰ্ম্মিত বাটীর ইষ্টক প্রস্তরাদি, ইহাদের কাহারই আয়তন ধ্রুবনির্দিষ্ট নাই ; কঠিনতর নিৰ্ম্মিত উচ্চ প্রাসাদও এইরূপ পরিবৰ্ত্তনের হস্ত হইতে মুক্ত নহে—বায়ুর উষ্ণশীততামুসারে তাহাও হয় দীর্ঘ হইতেছে, নয় হ্রস্ব হইতেছে ; হয় উচ্চ হইতেছে, নয় নীচু হইতেছে। み

তাপ পদার্থের অবস্থা পরিবর্তন করে ; ইহাই কঠিনকে তরল এবং তরলকে বাষ্পাকারে পরিণত করিতে সক্ষম। সমস্ত জগৎ তাপের এই সকল কাৰ্য্য অবগত আছে। সকলেই জানে যে, তাপই বরফ, মোম, গন্ধক, সীসা, পিতল, রূপা, সোনা, এই সকলকেই গলাইয়া দেয় ; আবার সেই সকল ঠাণ্ড হইলে অথবা তাহাদের উষ্ণতার কতক হ্রাস হইলে -ఫైఙ"* జ