পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাপ । › ፃ তাহারাই পুনরায় কঠিন হয়। কিন্তু তরল অবস্থা হইতে বাষ্পীয় অবস্থায় যাওয়ার বিষয়ে সকলে মনোযোগ দেয় না বলিয়া তাহার তত্ত্ব অত সূক্ষরূপে বুঝিতে পারে না o কেহই সন্দেহ করে না যে, এক সের বরফ হইতে এক সের জলই হয় ;: এক সের থান সোনা গলাইলে এক সের গলা সোনা পাওয়া যায়। যখন জলের বলক উঠিয়া বাষ্পাকারে পরিণত হইতে হইতে ক্রমে জল অদৃশ্য হইতে থাকে, তখন সন্দেহ হইতে পারে যে এক সের জল হইতে এক সেরই বাষ্প উদগত্ব হয় কি না—যেহেতু অনেকে জানে ন৷ যে, বাষ্পটা কি। বাষ্প হইতে যে জল হয় তাহ অনেকে জানে ; কিন্তু বাম্পের যে কি প্রকার সত্ত, উহা যে কিরূপে অবস্থিতি করে, এ বিষয় অনেকের অপরিজ্ঞাত । বাপ । গরম জলের উপর দিয়া ধোয়ার মত বা কুয়াসার মত যাহা বাহির হয়, তাহা বাস্তবিক বাষ্প বা ভাপ নহে? তাহা জমা বাষ্প, অর্থাৎ বাম্প ঘনীভূত হইয়া ক্ষুদ্র জলকণারূপে, এক ইঞ্চির ৫০• २