পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ゲ প্রাকৃতিক বিজ্ঞানের স্থল মৰ্ম্ম। ভুগি হইতে ২৫০ ভাগের এক ভাগ অবধি বিস্তৃত হইয়া সূক্ষ কণার আকারে পরিণত হইয়া চক্ষুগোচর হয় ; কিন্তু যাহা আসল বাষ্প, যাহাকে স্থিতিস্থাপক বা সূক্ষ বাষ্প বলিয়া ঘনীভূত বাষ্প হইতে পৃথক করিয়া নির্দেশ করা যায়, তাহ বাতাসেরই ন্যায় স্বচ্ছ এবং অদৃশ্য। বাম্পের শক্তি এক সের জলকে বাষ্প করিলে সূক্ষম বাষ্প একু সেরই হয় । ইহাতে জলের বস্তুতঃ পরিবর্তন হয় না, কেবল আকারগত ভেদ বা অবস্থার পরিবর্তন হয় মাত্র । বাম্পের আয়তন-পরিমাণ জল অপেক্ষা অনেক বেশী, সচরাচর সাৰ্দ্ধসহস্ৰাধিক গুণ বেশী । স্থিতিস্থাপকতা এবং প্রসারণী শক্তি বাম্পের বিশেষ লক্ষণ ; উহা নিরস্তর অধিকাধিক স্থান ব্যাপিবার জন্য চেষ্টা করে ; উষ্ণতা বাড়িলে অথবা চাপ কমিলে উহার আয়তন বাড়িয়া যায়। এই বলকে উপযুক্তরূপে নিয়মিত করিলে ইহা বাষ্পীয় কলের চোঙার দণ্ডকে ঠেলিতে সমর্থ হয় ; ইহাই বাষ্পীয় শকট ও তাহার সঙ্গে যাত্রী ও বোঝাই গাড়ি, টানিয়া লইয়া চলে ;