পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাপ >సె ইহা লক্ষ লক্ষ মণ বোঝাই জাহাজ সকলকে সমুদ্রবক্ষ বিদারণ-করিয়া লইয়া যায় ; ইহা গুলিগোলা নিক্ষেপ করিতে সমর্থ হয় ; ইহা জল গরম করিবার পাত্র সকল বিদীর্ণ করিয়া তাহদের বৃহৎ বৃহৎ ভগ্নাংশ সকলকে ঘোরবেগে অতি দূরে প্রক্ষেপ করিতে পারে। প্যাপ্যার আবিষ্কৃত * প্যাপ্য ( Papin ) নামক ব্যক্তি যন্ত্র । কর্তৃক আবিষ্কৃত জল গরম করিবার কল দ্বারা এই বলের ভাব গ্রহণ করা যাইতে পারে। ইহ। একটি পুরু পিতলের পাত্ৰ ; ইহার দুই-তৃতীয় ভাগ জলে পূর্ণ - 聳 সর্বতোভাবে বন্ধ স্ট্রি করিতে হয় । যখন o করিয়া ইহাকে 5 i ঐ জল উপযুক্ত