পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨ o প্রাকৃতিক বিজ্ঞানের স্থল মৰ্ম্ম । পুরিমাণে গরম হইল, তখন ছিপি খুলিয়া দিলে তাহা হইতে বেগে বাস্পনির্গমন হেতু শীষের ন্যায় এমনি এক ভয়ানক শব্দ নির্গত হয় যে কানে তালা ধরিয়া যায় ; সেই সঙ্গে কুয়াসার স্যায় ঘনীভূত বাষ্পকে অনেক উদ্ধ পৰ্য্যন্ত উচ্চ স্তম্ভাকারে উখিত হইতে দেখা যায় । কেবল ছিপির মুখের কাছে উহ ঘনীভূত হইয়া ধোয়ার আকার ধারণ করে না, বাতাসের স্থায় স্বচ্ছ ও অদৃশ্য থাকে ; মুখ হইতে একটু দূরে গিয়া ঘনীভূত ধোরার আকার ধারণ করে । তাপ দুই প্রকারে আপনাকে বিস্তৃত করে। কখনো বা ক্রমে নিকটস্থিত বস্তু দ্বারা, থাকের পর stণ–অনুকর ও থাকের দ্বারা, স্তরের পর স্তরের রশ্মিময় । দ্বারা, অণুর পর অণুপ্রবেশ দ্বারা, দ্রব্য মধ্যে সঞ্চারিত হয়। এইরূপে ধীরে ধীরে বাড়িতে বাড়িতে তাপ পৃথিবীর বক্ষ মধ্যে প্রবেশ করে। যদি কোন এক বস্তু উননের আগুণের ভিতর ফেলিয়া দেওয়া যায়, তাহাতেও তাপ ঐরাপ গতিতে প্রবেশ করে। এইরূপ গতিবিশিষ্ট তাপকে সাধারণ