পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাপ । *> তাপ বা অণুগত তাপ বা অনুক্রম তাপ কহে। আবার কখনে,ৱা অতি বেগে আলোকের ন্যায় তাপ দূর হইতে দূরে আপনাকে সন্তত করে।” এবং আলোক যেমন স্বচ্ছ পদার্থভেদ করিয়া চলিয়া যায়, তেমনি তাপও Stotts (Diathermanous) + s +éfè ottes csw করিয়া বাহির হয়। এই তাপকে রশ্মিময় তাপ বা etofoq (Radiated heat) was সূৰ্য্য হইতে যে তাপ আমাদের নিকট: আসে, তাহা রশ্মিময় তাপ ; কারণ তাহা অালোকের স্যায় প্রায় নয় কোট মাইল আকাশ অতিক্রম করিয়া, এবং আলোকের স্থায় পৃথিবীর উপরিস্থ প্রায় পচাত্তর মাইল স্থূল বায়ুমণ্ডল. ভেদ করিয়া তবে আমাদের নিকটস্থ হয়। কিন্তু ঐ তাপকিরণ যখন পার্থিব বস্তু দ্বারা শোষিত হয়, তখন তাহাই অনুক্রম তাপ হইয় নিকটে নিকটে বিস্তৃত হইতে হইতে ক্রমে তাহাদিগের গভীরতম প্রদেশ পৰ্য্যস্ত বিস্তৃত হইয় তাহাদিগকে উষ্ণ করে। আমাদিগের উনন হইতে যে তাপ বিনির্গত হয়,