পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাপ । ミ○ হয়, তখনও তাপকিরণ বহির্গত হয়। ইহা যথার্থ বট্রে. যে, প্রদীপ্ত সময়ে বায়ু ভেদু করিয়া বা কাচ ভেদ · করিয়া যে পরিমাণ তাপ অনুভব করা যায়, নির্ববাণ প্রাপ্ত সময়ে ততটা না হইলেও তাহা স্পষ্ট অনুভব করা যায় । তাপের প্রতিফলন। আবার, এই তাপকিরণ, প্রদীপ্ত হউক বা তমসাবৃতই হউক, আলোকের ষ্টায় প্রতিফলিত হয়। দুই মুক্তি দর্পণকে চারি পাঁচ জি দূরে ৮ম চিত্র। N