পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨ 8 প্রাকৃতিক বিজ্ঞানের স্থল মৰ্ম্ম । পরস্পরের প্রতি সম্মুখভাবে রাখিয়া, তাহার একটার অধিগ্রয়ে জ্বলন্ত কয়লু রাখিয়া, আর একটার অধিশ্রয়ে দিয়াশলাই প্রভৃতি জ্বলনশীল দ্রব্য ধরিলে তাহ প্রজ্বলিত হইয়ু উঠে ; যদি অঙ্গারের বদলে এক দিকে অপ্রজ্বলিত অথচ গরম গোলা রাখা যায়, তবে সেই গোলা হইতে আস্তে আস্তে হাত সরাইতে সরাইতে অন্ত আয়নার অধিশ্রয়ে হাত ধরিলেই তীব্র তাপ অনুভূত হইবে। তাহ গোলার তাপকিরণ ভিন্ন আর কিছুই নহে, এবং তাহ নিকটস্থ আয়নায় বায়ু ভেদ করিয়া পড়িয়াছিল ; সেই তাপকিরণ সকল প্রতিফলিত হইয় অপর আয়নায় গিয়া পুনৰ্ব্বার প্রতিফলিত হইয়া, সেই আয়নার মুজিতা হেতু অধিশ্রয়ে আসিয়া একত্রীভূত হইল। . যখন পদার্থ সকল উষ্ণ বা দহনোঞ্চ থাকে তখনি যে তাহারা তাপকিরণ প্রস্থত করিতে থাকে, তাহা নহে ; তাপকিরণ নিরন্তরই প্রস্থত হইতে থাকে। যখন তাহাদিগকে উষ্ণ বোধ হয় না, যখন তাহারা ঠাণ্ড হয়, যখন বরফের মত ঠাণ্ড হয়, অথবা আমাদের যত দূর

                    • به عتيم ميجويجمعية مسبقتيييييييييييوي