পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&や প্রাকৃতিক বিজ্ঞানের স্থল মৰ্ম্ম । এবং তাবতের সঙ্গে, গুঢ় সম্বন্ধ ও জ্ঞাতিকুটুম্বত্ব স্থাপন করিয়া, সৰ্ব্বদা সম্বাদু আদানপ্রদান করে r আমরাও সেই সঙ্গে ক্ষুদ্র পার্থিব ভাব হইতে, স্বার্থপর ভাব হইতে উদ্ধে উঠিয়, ব্ৰহ্মকে মধ্যস্থ করিয়া, দেবতাদিগের সহিত সমান হইয়া বলিতে থাকি—“শৃণুস্তু বিশ্বে অমৃতস্ত পুত্র আ যে ধামানি দিব্যানিতস্থ । বেদাহমেতং পুরুষং মহান্তমাদিত্যবর্ণং তমসঃ পরস্তাৎ " হে দিব্যধামবাসী অমৃতের পুত্রেরা ! তোমরা যেমন দু্যলোকে থাকিয়া ব্রহ্মকে জানিতেছ, আমরাও ভূমণ্ডলবাসী হইয়া এই অন্ধকারের অতীত জ্যোতিৰ্ম্ময় মহান পুরুষকে জানিয়াছি ; তিনি যেমন তোমাদের পিতামাতা, সেইরূপ আমাদেরও , পিতামাতা ; অতএব, তোমরা আমাদের আত্মীয়স্বজন, তোমাদিগকে আমর সস্বোধন করিতেছি। . চৌম্বক। চুম্বক ও লৌহের মধ্যে যে আকর্ষণ পরস্পরের প্রতি কাৰ্য্য করে, তাহাকে চৌম্বক বলে। খনিজ চুম্বক অথবা চুম্বক-প্রস্তর এক প্রকার লোহভস্ম (oxide of