পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

cफ़ोशक २१ iron), এবং তাহা সচরাচর লৌহখনিতেই, কখন 질L এখানে-ওখানে দুই এক ছোট খণ্ডে পাওয়া যায়, কখন . বা বৃহৎ খণ্ডরুপে পাওয়া যায়, এবং কখন বা তাহা স্থল স্তরের পর স্তরে চুম্বকের পর্বতরূপে অবস্থিতি করে ; এইরূপ পৰ্ব্বতের প্রতি অংশই-চুম্বকধৰ্ম্মোপেত ও লৌহকে আকর্ষণ করে। চৌম্বক কি? এখন, আকর্ষণ কেবল একের হইতে পারে না ; আকর্ষণ সৰ্ব্বথা পারস্পরিক, এবং লৌহ নিজে চুম্বকের দ্বারা যতটুকু আকৃষ্ট হয়, চুম্বককেও ততটুকু আকর্ষণ করে। আকর্ষণরূপ কাৰ্য্যটি উভয় সম্বন্ধীয় কাৰ্য্য ; ইহা অাকর্ষক ও আকৃষ্ট, উভয় পদার্থে একই সময়ে বিরাজ করে। এই আকর্ষণশক্তি লৌহ ও চুম্বক উভয় হইতে ভিন্ন ; ইহার হ্রাসবৃদ্ধি করা যাইতে পারে, কিন্তু তজ্জন্তু পদার্থের কোনও পরিবর্তন হয় না। সম্মুখে যে যন্ত্রের চিত্র দেখিতেছ, ইহা লৌহের পত্র-মারা স্বাভাবিক চুম্বক ; ইহার দুই পায়াকে দুই কেন্দ্র বলে। উহাদের নীচে যাহা লাগিয়া রহিয়াছে,