পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

cोक्षक રજ শক্তি উৎপন্ন করা গিয়াছে। সকলেই অবগত আছেন । যে, পৃথিবীর সকল স্থানেই, কি সমুদ্রের উপর, কি দেশবিদেশে, দিগ্রীক্ষণের কাটা একটি নির্দিষ্ট দিকের প্রতি—উত্তর দিকের প্রতি লক্ষ্য করে, কিন্তু ঠিক উত্তর দিকে নহে উত্তর দিকের এক আধটুকু এদিক ওদিক হেলিয়া থাকে—কোন কোন প্রদেশে ঐ কাটা উত্তরের একটু পূর্বদিকে হেলে, অন্যত্র বা উত্তরের একটু পশ্চিম দিকে হেলে। ইউরোপ খণ্ডে স্থান ও সময়বিশেষে অধিক বা অল্প পশ্চিমেই হেলিয়া থাকে। পারিস নগরে ১৮৫৮ খৃষ্টাব্দের অক্টোবর মাসে দিীক্ষণ কাটা ১৯° ৪১' পৰ্য্যন্ত পশ্চিমে হেলিয়াইল । ভূগোল-চৌম্বক । যখন একটিতৃে নহে, দুটিতে নহে, পৃথিবীস্থ সকল দিীক্ষণেতেই এইরূপ সংঘটিত হয়, তখন বুঝিতে হইবে যে, এমন কোন সাধারণ চৌম্বকশক্তি আছে, যাহা একই সময়ে উহাদিগের সকলকেই অtহবান করিতেছে ; যাহা উহাদিগকে ঘুরাইতেছে, ফিরাইতেছে, এবং চালাইতেছে ; যাহা উহাদিগকে একরূপ শৃঙ্খলাবদ্ধ করিয়া বন্দী করিয়া রাখিয়াছে,