পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাড়িত । - vථාථා হয়, এবং নিমেষ মধ্যে পরিচালকের পৃষ্ঠোপরি প্রস্থত হয়। এইরূপে কাচ হইতে উৎপন্ন তাড়িত, পরিচালকে টুপস্থিত হইয়া অধিকাধিক জমা হইতে থাকে। পরিচালক এইরূপ তড়িছুপেত হইয়া যে কেবল হালকা সামগ্রী আকর্ষণ করে তাহা নহে ; কিন্তু যদি তাহার কতক অঙ্গুলি পরিমিত স্থান নিকটে হস্ত লইয়া যাওয়া যায়, তবে তাহা হইতে অকস্মাৎ জ্বলন্ত,ফুলিঙ্গ নির্গত হইতে দেখা যায় এবং তাহার সঙ্গে সঙ্গে পুট্‌পুটু শব্দও শ্রত হয় এবং হস্তে, বাহুতে এবং কখন কখন সমুদয় শরীরে, অল্পই হউক বা অধিকই হউক, এক প্রকার উদ্বেজন উপস্থিত হয়। এইরূপে তাড়িত, ফুলিঙ্গ অর্থাৎ বায়ু মধ্যে আলোক ও শব্দ উৎপাদন দ্বারা আপনার গৃহীত পথকে ব্যক্ত করে। পরিচালক ও ধারক। সকল পদার্থেরই সমান পরিচালকত গুণ নাই অর্থাৎ সকল भनॉर्थ जमान उाएर তাড়িতকে প্রস্থত হইতে বা এক স্থান হইতে স্থানান্তরে যাইতে দেয় না। ধাতুকে পরিচালক বলে, কারণ ইহা যত বড়ই হউক না, তাড়িতকে ক্ষণমাত্রে আপনার vව