পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○8 প্রাকৃতিক বিজ্ঞানের স্থল মৰ্ম্ম । সমুদয় পৃষ্ঠের উপর উপনীত বা পরিচালিত করে। জল, ভিজা বাতাস, ভিজা মাটি, মনুষ্যদেহ, স্থত বা তুলার দ্রব্য, ইহারাও পরিচালক; কিন্তু ইহাদের পরিচালকত ধাতু অপেক্ষা কম। ইহার বিপরীতে কাচ, লাক্ষা, ধুন, গন্ধক, শুষ্ক বায়ু, রেশমী বা লোমশ দ্রব্য, ইহারা অপরিচালক বা ধারক ; ইহারা তাড়িতকে পরিচালন করে না, কিন্ত-তাহাকে ধরিয়া রাখে, আবদ্ধ রাখে। তাড়িত কি ? সম্ভবত তাপেরই স্যায় তাড়িতও গতিবিশেষ হইতে উৎপন্ন হয়। পদার্থের অণু সমূহে এক বিশেষরূপ গতি উৎপন্ন হইলেই তাহাকে তাড়িত বলা যায়। তাড়িত যাহাতে অবস্থিতি করে.তাহ ভারগ্রস্ত হয় না এবং ইহাকে আমরা এক পদার্থ হইতে অন্য পদার্থে সঞ্চালন করিতে পারি। ওয়ালের আবিষ্কার। গালার দণ্ড যখন অত্যন্ত শুষ্ক ও অত্যন্ত তড়িচ্চুপেত হয়, তাহা হইতেও অতি ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুলিঙ্গ নির্গত হয়। এইরূপ অদৃশ্বপ্রায় স্ফ লিঙ্গ প্রায় দুই শতাব্দী পূর্বে প্রথম দৃষ্ট হইয়াছিল। আশ্চর্যের বিষয় এই যে, ওয়াল নামক যে বিজ্ঞানবিৎ ইহা প্রথম ఇష్క్స్ప్లా