পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাড়িত । N©☾ দৃষ্টি করিয়াছিলেন তিনি ইহার শব্দকে বজ্রধ্বনির ক্ষুদ্র, অনুকৃতি, এবং ইহার আলোকবিন্দুকে বিদ্যুৎপদ্ধতির মনুরূপ বলিয়া ব্যক্ত করিয়াছিলেন। এই যে নৈসর্গিক ব্যাপারের সহিত ঐ অতি ক্ষুদ্র ঘটনার আশ্চৰ্য্য তুলনা, ইহা দ্বারা প্রকৃত সত্যই ব্যক্ত হইয়াছিল ; এই সত্য প্রথম উষাকিরণের ন্যায় প্রকাশ পাইয়া অবশেষে সূর্ঘ্যের ন্যায় দীপ্তি পাইল। ইহার সত্যতNনিরূপণ করিবার জন্য আরও এক শতাব্দীর অনুসন্ধান,:পরিশ্রম ও পরীক্ষা লাগিয়াছিল। ফ্রাঙ্কলিনের আবিষ্কার। ১৭৫০ খৃষ্টাব্দের সমকালে বিখ্যাত ফ্রাঙ্কলিন প্রতিভা দ্বারা চালিত হইয়া ঝড়ের মেঘ হইতে বজশিখা স্বকীয় পদতলে আনয়ন করিবার জন্য প্ৰগলভ হস্ত প্রসারণ করিয়াছিলেন এবং পদতলে আনীত স্বয়ং বজের নিকট হইতেই তাহার উৎপত্তির কারণ জিজ্ঞাসা করিয়াছিলেন। সেই অবধি নিগুঢ় তত্ত্ব প্রকাশ হইয়া পড়িল, গাঢ় অন্ধকার ঘুচিয়া গেল এবং সত্যের জ্যোতি উজ্জ্বল হইয়া উঠিল। এই সময়ে প্রধানতঃ ফ্ৰান্সদেশে তাড়িত-ঘুড়ির দ্বারা যে সকল মহান ও