পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাকৃতিক বিজ্ঞানের স্থল মৰ্ম্ম । ويليا উজ্জ্বল পরীক্ষা হইয়াছিল, তাহা দ্বারা কেবল তাড়িতস্ফলিঙ্গ নহে, কিন্তু বহুহস্ত দীর্ঘ বিদ্যুৎশিখাপত্র সকল ভূমিতলে অবতরণ করান গিয়াছিল এবং উপ - যুক্ত প্রমাণ দ্বারা তাহাকে আমাদের তড়িৎযন্ত্রনির্গত তাড়িতের সদৃশ বলিয়া চিনিতে পারা গিয়াছিল। তাড়িত-চৌম্বক। চৌম্বক ও তাড়িতের পরস্পরের মধ্যে, যে সকল ক্রিয় সংঘটিত হয়, তাহ অধুনাতন তাড়িতচৌম্বকের অন্তভূর্ত। বিজ্ঞানের এই শাখাটা যেমন নুতন আবিষ্কৃত, তেমনি ইহা বিস্তৃত ও উর্বর। অৰ্দ্ধশতাব্দীর কিছু অধিককাল গত হইল, ইহার মধ্যেই ইহা হইতে রাসায়নিক তাড়িত ও তাড়িতবার্তাবহ আবিষ্কৃত হইয়াছে। নিম্নলিখিত তিনটা প্রধান আবিক্রিয়া দ্বারা এই শাখার জন্ম ও বিস্তৃতি লাভ হইয়াছে—(১) ১৭৯০ খৃষ্টাব্দে গাস্বানির আবিক্রিয় ; (২) ১৮০০ খৃষ্টাব্দে বণ্টার আবিক্রিয়া ; এবং (৩) ১৮২০ খৃষ্টাব্দে অয়রষ্টেডের আবিক্রিয়া ।