পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাড়িত-চৌম্বক। ©ፃ এখন এই তিন প্রধান আবিক্রিয়ার প্রকৃত তত্ত্ব হৃদয়ঙ্গম করাইবার জন্য সংক্ষেপে ইহাদের লক্ষণ" বিবরণে প্রবৃত্ত হওয়া গেল। ইছাদের দ্বারা বিজ্ঞানের "নূতন পথ সকল উন্মুক্ত হওয়াতে ইহাদের হইতে আবার এক এক শ্রেণীর নূতন নূতন আবিক্রিয়া সকল বাহির হইতেছে । • গাবানি। গাহানি সূক্ষরূপে নিপাত্তু অমুসন্ধানপরম্পরা দ্বারা এই একট প্রধান তথ্যের আবিক্রিয়া করিতে সমর্থ হইলেন যে, যদি মৃত বৈঙের শরীরকে উপযুক্তমতে ব্যবচ্ছেদ করিয়া তাহার মাংসপেশী ও স্নায়ুকে পরস্পরসংলগ্ন তাম্র ও দস্তাফলক দ্বারা একদা স্পর্শকরা যায়, তাহা হইলে, ভেক জীবিত কালে ঐ মাংসপেশী ও স্বায়ুরু সহিত সংযুক্ত অঙ্গ সমূহে স্ববলে যেরূপ গতিক্রিয়া উত্তেজিত করিতে পারিত, এইরূপ স্পর্শের দ্বারাও ঠিক সেইরূপ গতি বিধান করা যাইতে পারে। এরূপ ঘটনার কারণু কি হইতে পারে ? এই তো নিজ চেষ্টাবিহীন, প্রাণক্রিয়াশূন্য, ছিন্নকলেবর জড়