পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাড়িত-চৌম্বক। \లిసి তখন সকলে এই আনুমানিক সিদ্ধান্তের প্রমাণ গ্রহণ না করিয়াই আদরপূর্বক ইহাকে স্বীকার করিয়া লইল।" এইরূপ অনুমানসিদ্ধ পদার্থের নাম সকলে গাহানীয় তরল পদার্থ রাখিলেন। যে সকল ঘটনা গাল্বানি কর্তৃক প্রথম আবিষ্কৃত ঘটনার অনুরূপ, তাহাদিগকে লোকে গাল্বানিক্রিয়া বক্সে । বণ্ট। বণ্টা এই প্রমাণ করিলেনুয়ে ঐরূপ গান্ধানিক সংকোচ-গতি এবং অপরাপর ঘটনা, যাহা গাস্বানিক্রিয়ার উপর নির্ভর করে, তাহা তাড়িত"ব্যতীত আর কিছুই নহে; কিন্তু বণ্টার আবিষ্কৃত তাড়িত অন্য তাড়িতের মত ঘর্ষণ দ্বারা আবিষ্কৃত না হইয়া অজ্ঞাতপূর্ব কোন বিশেষ অবস্থায় আবিভূত হয়। পরে তিনি অনেক নূতন পরীক্ষা দ্বারা আপনার মত সমর্থন করিয়া সূক্ষ সিদ্ধান্তপরম্পর দ্বারা স্তম্ভযন্ত্রের স্বষ্টি করিলেন –এই আশ্চৰ্য্য যন্ত্র বিজ্ঞানের পক্ষে এক নূতন অব্দের সূচনা করিয়া দিয়াছে, বলিতে হইবে। বণ্টার স্তম্ভ। বন্টার স্তস্তকে তাড়িতের স্বাভাবিক ও অক্ষয় আকররূপে গণ্য করা যাইতে পারে। মশাল