পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8е প্রাকৃতিক বিজ্ঞানের স্থল মৰ্ম্ম । _যেমন অবিচ্ছেদে আলোক প্রদান করে এবং উনন যেমন তাঁপ প্রদান করে,তদ্রুপ এই স্তস্ত তাড়িতস্রোতকে অবিচ্ছেদে প্রবাহিত করে। ইহার পরবর্তী অাবিক্রিয় সকল বণ্টার প্রথম আরম্ভকে এরূপ সুসম্পন্ন করিয়া তুলিয়াছে যে তাড়িতস্রোত এখন কবচের মধ্যে আসিয়াছে— একটা সুনিশ্চিত নিয়মের মধ্যে আসিয়াছে ; ইহার স্রোতের গতিকে যে দিকে ইচ্ছা চালান যাইতে পারে ; ইহার ,আতিশয্য বা প্রগাঢ়তা নিয়মিত করা যাইতে পারে।'এই স্রোতকে এত মৃদু করা যায় যে তাহা বেঙের অঙ্গ সংকুচিত করিতে পারে কি না সন্দেহ; আবার ইহাকে এত পরাক্রমশালী করিয়া তুলা যায় যে আকাশের বজের সঙ্গে ইহার তুলনা হইতে পারে, কারণ তখন বজের স্যায় ইহা জীবন ধ্বংস করে, বড় বড় ধাতুখণ্ডকে গলাইয়া বাষ্প করিয়া ফেলে; তবে কি না, ইহা এমন এক প্রকার বঞ্জ, যাহা ইচ্ছা করিলে উৎপন্ন করা যায় এবং ইচ্ছানুসারে যাহা চালিত ও নিয়মিত হয়। প্রথম প্রথম যে সকল তড়িদুদগম যন্ত্র নিৰ্ম্মিত হইয়াছিল তাহাদের উপরোক্ত কোনই অসাধারণ