পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাড়িত-চৌম্বক। 8? ক্ষমতা ছিল না বটে কিন্তু তাহারা ঐ ক্ষমতাকে সূত্র রূপে ধারণ করিত ; সেই ক্ষমতাকে সম্যক প্রকাশ .করিতে তখনও অনেক পরীক্ষাপরম্পরার প্রয়োজন ছিল। কিন্তু কোন বিষয়ের প্রথম আরম্ভ জানিতে আমাদের যেমন আনন্দ হয় এমন আর কিছুতেই হয় না ; এই জন্য বণ্টা তাহার যন্ত্রের যেরূপ গঠন করিয়াছিলেন তাহ নিম্নে প্রকাশ করা গেল। এইরূপ স্তস্তাকারে স্থাপিত হওয়াতে ইহার নামই স্তম্ভযন্ত্র হইয়া গেল । ● এই স্তম্ভ, যাহাকে স্তস্তের পোস্তাও বলে, নিম্নলিখিত উপকরণে রচিত হয়। সকলের নীচে দস্তার চাকতি, তাহার উপর একটা ভিজা পদার্থের চাকৃতি, তাহার উপর একটা তাম্র চাকতি—ইহাই স্তস্তের প্রথম মূল থাক হইল। তাহার পরে অবিচ্ছেদে ঐরুপ শ্রেণী:পরম্পরায় আরও অনেকগুলি থাক বসাইতে হইবে। প্রথম থাকের পরে যথাক্রমে দস্তার চাকতি, ভিজা চাকৃতি ও তাম্র চাকতি বসাইলে তাহা স্তস্তের দ্বিতীয় মূল থাক হইবে। এইরূপ শত-থাক পোস্তা