পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

उड़िउ-cोश्क । 8 ○ উদ্বেজন আরও অধিকতর অনুভূত হয়। যে দুই স্থান স্পর্শ করা যায়, তাহাদিগকে দুই কেন্দ্র বলধায়। ঐ দুই কেন্দ্র বা স্পৃষ্ট স্থানের মধ্যে যত অধিক সংখ্যক থাক ব্যবধান থাকে, ততই তাড়িতের কার্য্য বেশী হয়। দুই জন হৌক, দশ জন হোক, শত জন হৌক, যদি পরস্পর হাতাহাতি করিয়া গোল হইয়া দাড়াইয়া, প্রথম ব্যক্তি যখন স্তস্তের মূলে হাত দিয়৷ বুহিয়াছে, শেষ ব্যক্তি যদি তখন স্তন্তের অগ্রভাগে হস্তাপণ করে, তাহা হইলে ঐ ঘেরের তাবৎ মনুষ্যই সেই একই সময়ে উদ্বেজন অনুভব করিবে এবং যতক্ষণ স্তস্তের সহিত সংস্পর্শ থাকে ও ঘেরটা অবিছিন্ন থাকে অর্থাৎ যদি সকলেই পরে পরে আপনার ভিজা হাত দিয়৷ অন্যের ভিজা হাত ধরিয়া বা স্পর্শ করিয়া থাকে, উদ্বেজনাও ততক্ষণ অবিচ্ছেদে অনুভূত হইতে থাকে। মধ্যে যদি কিছু মাত্র বিচ্ছেদ থাকে, তাহা হইলে ঘের খুলিয়া গেল, তাড়িত আর চলাচল হইবে না এবং তৎক্ষণাৎ তাহার সকল ক্রিয়াফল ( effect ) বন্ধ হইয়া যাইবে ।