পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 প্রাকৃতিক বিজ্ঞানের স্থল মৰ্ম্ম । ঘেরটা স্তস্ত হইতে অনেক দূরে থাকিতে পারে। পঞ্জিস নগরে স্তস্তটা এবং ঘেরটা লণ্ডন নগরে থাকিতে পারে। কেবল ঐ ঘেরকে সম্পূর্ণ করিবার জন্য বার্তাবহের তারের মত লণ্ডন হইতে পারিস । পৰ্য্যন্ত বিস্ত ত"দুইটা witHRs (isolated ) otă ontoশু্যক। পারিস নগরে স্তস্তের মূলের সঙ্গে একটা তার এবং তাহার অগ্রভাগের সঙ্গে আর একটা তার সংযুক্ত থাকা চাই । এখন, লণ্ডনেই হউক, পারিসেই হউক, যেখানেই হউক, যেই ঘেরটা জোড়া দেওয়া যাইবে, অমনি ঘেরের সর্ববত্র তাড়িত-স্রোতের আবিভাব অনুভূত হইবে। যদি ঘেরের মধ্যে কোন স্থান খোলা না থাকে, যদি সংলগ্নতার (continuity) মধ্যে কিছু বিচ্ছেদ না থাকে, তবে স্তস্তের বল বৃদ্ধি করিলে সর্বত্রই তাড়িতপ্রবাহও বৃদ্ধি পাইবে । এই সকল পরীক্ষাতে, ( যাহা আজ কাল মনে করিলেই অনায়াসে করা যাইতে পারে এবং বাস্তবিক আর এক আকারে যাহা এখন, করা হইয়াই থাকে), তাড়িত, স্তস্তের মধ্যে নিয়ত উৎপন্ন ও প্রকাশিত