পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাড়িত-চৌম্বক। 86. হইয়া অবিরতভাবে একক্ষণের মধ্যেই ঘেরের সমুদয় তারে ও-পরিচালক পদার্থে ব্যাপ্ত হয়। ইহাকে সর্টর, চর তাড়িত-স্রোত বলে । are aী এখন স্তম্ভের আকারের অনেক ভিন্নত গঠনপ্রণালী হইয়াছে। এখন য়ে সকল আকার চলিত হইয়াছে, তাহার মধ্যে এক প্রকার এই – ইহাতে কয়েক থাক দস্তা এবং কয়লা আছে। এই উভয় উপকরণের প্রত্যেক থাক একটি একটি কাচপাত্রের মধ্যে বদ্ধ রহিয়াছে ; এবং প্রত্যেক কাচপাত্রের মধ্যেই দস্তাটি দশম ভাগ গন্ধকন্দ্রাবকবিশিষ্ট জলে এবং কয়লাটা যবক্ষরত্রাবকে ডুবান আছে। এই উভয় প্রকার তরল পদার্থ একটি ব্যবধান দ্বারা ব্যবহিত আছে; সে ব্যবধানটি আর কিছু নহে, কেবল সচ্ছিদ্র আধপোড়া মাটীর পাত্র। এই পাত্রের সূক্ষ ছিদ্র দ্বারা উভয় তরল পদার্থের পরস্পরের মধ্যে যোগও থাকে অথচ তাহারা মিশিতে পারে না। এক থাকুের দস্তা তাহার পরের থাকের কয়লার সহিত একখণ্ড তামার পাতের দ্বারা সংযুক্ত