পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 to প্রাকৃতিক বিজ্ঞানের স্থল মৰ্ম্ম । থাকে ; এইরূপে প্রথম থাকের কয়লা এবং শেষ থাকৈর দস্ত। দ্বারা স্তম্ভের দুই কেন্দ্র প্রস্তত হয়। বাহিরের ঘের এই কেন্দ্রদ্বয়ে সংলগ্ন হইয়া শেষ হওয়া আবশ্যক । - উপরোক্ত স্তম্ভের © তাড়িতক্রিয়ার স্থায়িত্বভাব এইরূপ ক্রিয়াহায়িত্ব ! স্তম্ভের একটি প্রধান লক্ষণ। ইহা সুন্দররাপে বুঝাইতে হইলে ঐরাপ কয়েক-থাক স্তস্তের স্রোতকে যদি প্লাটিন তারের ভিতর দিয়া চালান যায়, তাহা হইলে দেখা যাইবে যে, প্রথম ঐ তারটি একটু গরম হয়, ক্রমে তাহা ঈষৎলোহিত, ঈষৎলোহিত হইতে গাঢ়লোহিত, তাহা হইতে আবার আরও উত্তপ্ত হইয়া শ্বেতবর্ণ প্রাপ্ত হইয়া সেই অবস্থাতেই অবস্থিতি করে। কিন্তু এই পরীক্ষাতে তারকে গলিত করিবার মত অধিক উত্তাপ না হওয়া আবশ্যক। উত্তাপ তত বেশী হইলে তারটাকৈ উপযুক্ত পরিমাণে লম্বা করিয়া দিলেই তাহা নিবারণ হইতে পারে। নিম্নতর কৌতুকাবহ পরীক্ষাও উহার স্থায়িত্বভাবকে সপ্রমাণ করিতেছে। এই ক্ষুদ্র যন্ত্রটতে একটা