পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(R o প্রাকৃতিক বিজ্ঞানের স্থল মৰ্ম্ম হয়। আমরা ঐ পারস্পরিক ক্রিয়াকে দুইটি পরীক্ষা দ্বার সাধারণরূপে এক প্রকার বুঝাইতে চেষ্টা করিব। তাড়িতচুম্বক খন্ত্র এই একটি তাড়িতচুম্বক ধাতু ঘ ; (*শ চিত্র দেখ) ঘোড়ার পায়ে যেরূপ খুর বসায়, ইহ সেইরূপ বক্রাকার নীরেট লৌহ চোঙা ; তাহার পরে ‘গোটায় যেমন সূতা জড়ান হয়, সেইরূপ ভাবে প্রায় ; ইঞ্চি মোট এবং বহু গজ লম্বা তামার তারকে সূক্ষ রেশমের দ্বারা জড়াইয়া, সেই রেশম-জড়ানো তারের দ্বারা সূতার নলীতে যেমন সূতা জড়ায় সেই রূপ উক্ত নীরেট চোঙার উভয় বাট জড়াইতে হইবে। এইরূপ তার দিয়া জড়ানো চোঙাকে তাড়িতচুম্বক ধাতুর লাটাই বলে। এই দুই তারের শেষ সীমাদ্বয়ের (হ ও ক্ষ) কাছে রেশম জড়ান নাই, খোলা রহিয়াছে ; ঐ দুই স্থান স্তস্তের দুই কেন্দ্রের সহিত সংযুক্ত করিতে হইবে। যেই স্রোত বহিতে থাকে, অমনি খুরাকার লৌহ ঘ বলবান চুম্বক হইয়া দাড়ায় ; অমনি উহ পিরেক প্রভৃতি লৌহখণ্ড আকর্ষণ করিতে থাকে ; তাহারাও আবার অপরাপরকে এইরূপ আকর্ষণ করিয়া