পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাড়িত-চৌম্বক &Y. ধরিয়া রাখে, তাহারাও আবার তাহীদের পালায় অপরকে ধরিয়া রাখে। এইরূপে একটি শিকলিন মর্ত প্রস্তুত হয়, সেই শিকলির প্রথম কড়া যেন তাড়িতচুম্বক ধাতুর দুই কেন্দ্র ক ও খতে লাগিয়া আছে। যেই মাত্র কেহ ঘের খুলিয়া বা ভাঙ্গিয় দেয়, অমনি স্রোত বন্ধ হয়; সেই ক্ষণেই যেন সকল আকর্ষণ শক্তি একবারে লোপ পায়, লৌহখণ্ড সকল পৃথক পৃথক হইয়া নিম্নে পড়িয়া যায়—তখন তাহারভারের আজ্ঞা ব্যতীত আর কাহারো কথা গ্রাহ করে না । এইরূপে তাড়িতচুম্বক ধাতু ঘেরের বদ্ধ বা উন্মুক্ত অবস্থানুসারে আপনার শক্তি প্রাপ্ত হয় বা হারাইয়া ফেলে এবং এইরূপে একবার প্রবল আকর্ষণ, আর একবার সম্যক উদাসীনতা পুনঃ পুনঃ অতি সত্বর সাধন করা যাইতে পারে। পরবর্তী পরীক্ষাতে এবিষয় দেখিতে পাওয়া যাইবে । - - दिउँौग्न ८कोख्न এইটি আর একটি তাড়িতচুম্বক তাড়িতচুম্বক বস্ত্র ধাতুর যন্ত্র কিন্তু পূর্ববর্তী যন্ত্রের (১৪শ চিত্র দেখ) অপেক্ষ ছোট এবং বার্তাবহন কাৰ্য্যে যেরূপ