পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& 8 প্রাকৃতিক বিজ্ঞানের স্থল মৰ্ম্ম । কন্তু করিল ; তাহাতে আবার তাড়িতচুম্বকে আকৃষ্ট হইল, আবার বিচ্ছেদ নইল ; এইরূপ অনির্দিষ্ট কাল পৰ্য্যন্ত চলিতে লাগিল। অতএব ক খ পতর বিশ্রাম করিবার একটু অবকাশও পায় না, স্থানও পায় না। এইরূপ প্রতিক্ষণে উৎপন্ন ও বিনষ্ট আকর্ষণশক্তির আয়ত্তাধীন হইয়া পতরের আন্দোলন অত্যন্ত সত্বরতা প্রাপ্ত হয়। এবং উহা দ্বারা যে শব্দ উৎপন্ন হয় তাহার' তীব্রত কখন কখন প্রতিমুহূর্তে বহুসহস্ৰ কম্পনের সমান হয় । ইতিপূর্বে যাহা বলা গেল, তাহা স্তম্ভযন্ত্রের,তাড়িতস্রোতের এবং তাড়িতচৌম্বকের প্রথম ভাব উদ্দীপন করিবার পক্ষে, বোধ হয়, যথেষ্ট হইয়াছে। ইহা দ্বারা এখন ঈষৎ বুঝিতে পারিবে য়ে কেমন সহজে এই নূতন আবিষ্কৃত শক্তিকে নানা প্রকার কার্য্যে লাগান গিয়াছে। বিশেষতঃ যে যন্ত্র দ্বারা আমাদের চিন্তান্ত্ৰোত বাৰ্ত্তাবহের তারে শত শত যোজন দূরে এত দ্রুত সঞ্চালিত হয় যে কোন ঘরের ভিতর কয়েক পদ দূরে কথার শব্দ প্রচার হইতে যতটুকু বিলম্ব হয়, তাহাতেও তত