পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকাশকের নিবেদন । পরলোকগত পূজ্যপাদ পিতৃদেব এই পুস্তকখানি pবিবশ বৎসর পূৰ্ব্বে প্রণয়ন করিয়াছিলেন। র্তাহার হস্তলিপি গ্রন্থের প্রারম্ভেই “৩রা জ্যৈষ্ঠ, ১৭৯৫ শক, বৃহস্পতিবার” এইরূপ লিখিত হইয়া গ্রন্থ রচনার সময় স্পষ্টাক্ষরে নির্দিষ্ট করিতেছে । এই সময়ে পিতৃদেব আরও কয়েকখানি বিজ্ঞানগ্রন্থ রচনা করিয়াছিলেন । সেগুলিও হস্তলিপিতেই রহিয়াছে । আমরা অবসরমত সেগুলি প্রকাশ করিতে চেষ্টা করিব, এই পুস্তকের সম্পাদনতার আমরা বিজ্ঞানপ্রদর্শী পরম স্বহৃদ্ধর শ্ৰীযুক্ত রামেন্দ্রসুন্দর ত্রিবেদী এম, এ মহোদয়ের হস্তে অৰ্পণ করিয়াছিলাম। তিনি যেরূপ সদাশয়তা ও যত্নের সহিত এই কাৰ্য্য সম্পন্ন করিয়াছেন, তাহাতে আমরা তাহার নিকট চিরঞ্চণপাশে আবদ্ধ রহিলাম বলিলেও আমাদের অন্তরের গভীর কৃতজ্ঞতা স্বব্যক্ত হয় না। সৰ্ব্বোপরি যে মঙ্গলময় দেবদেবের আশীৰ্ব্বাদে নানা বাধা বিন্ধ অপসারিত হইয়া গিয়াছে, গ্রন্থারম্ভে র্তাহাকেই নমস্কার করিয়া গ্ৰন্থখানি প্রকাশ করিতেছি । ইহা সৰ্ব্বতেভাবে তাহারই মহিমা ধ্বনিত করিতে থাকুক । } শ্ৰীক্ষিতীন্দ্রনাথ ঠাকুর। ষোড়াসাকো, কলিকাতা বৈশাখ, ১৮১ই শক । ,