পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

स्रांशतिक क्लिग्नां । ®Ð পরমাণুর সমষ্টি মনে করিতে পারি। এরূপ হইলে কিন্তু সমস্ত অণুটা আর একাত্মক বালমানাত্মক (homogeneous ) •হইল না ; তাহা যতটা স্থান ব্যাপিয়া আছে, সেই স্থানের তাবৎ অংশে তাহা এক-সমান হইয়া থাকিতে পুরিল না। তাহার এক অংশ অন্য অংশের ঠিক সজাতীয় সমান ধৰ্ম্মযুক্ত হইল না। তাহ একটা সংগত পদার্থ হইল ; তাহার সংলগ্নতার মধ্যে বিচ্ছেদ আছে এবং স্থায়ীই হউক বা পরিবর্তনশীলই হউক, তাহার সন্নিবেশের একটি প্রণালী আছে। এই শেষোক্ত প্রকৃতিবিশিষ্ট অণুকেই আমরা অণুবলিয়া গ্রহণ করিলাম, কারণ প্রত্যক্ষ ঘটনারাশির সঙ্গে অণুর এই প্রকৃতির বেশ মিল পাওয়া যায়। এখন আমরা বস্তু . সকলের রচনা প্রণালীর প্রতি কিঞ্চিৎ দৃষ্টিপাত করিয়া অণুকে বুঝাইবার চেষ্টা করিব । পদাৰ-নাসিক ও পদার্থ দুই প্রকার, যৌগিক ও ক্ষতি। রূঢ়িক। কতকগুলি পদার্থ আছে যাহা হইতে আমরা ভিন্ন পদার্থ বাহির করিতে পারি—