পাতা:প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম্ম.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আণবিক ক্রিয়া । ૭ (: উদ্ভিদ পদার্থ, যাহা এত বিভিন্ন প্রকার, তাহা প্রায় কেবুল দহক, অজনক এবং অঙ্গার এই তিন ভূতের ভিন্ন পরিমাণ যোগে উৎপন্ন হয়। আর, জাস্তব পদার্থ মাত্র এই তিনটি ব্যতীত মরুতককেও (প্রচলিত ভাষায় ববক্ষারজান) ধারণ করে; জাস্তব ও উদ্ভিজ্জ পদার্থে এতদতিরিক্ত কখন বা গন্ধক, কখন বা স্ফুরক, কখন বা খটিক, এবং অতি ক্ষুদ্র পরিমাণে অন্যান্য ভূতও থাকে। পূর্বোক্ত সংগত পদার্থের মধ্যে যে সকল ভূত থাকে, তাহদের প্রতি অণুতেও সেই সেই উপাদানভূত থাকে। আমাদের আহাৰ্য্য লবণের অণুতে হরিতক ও সর্জ আছে ; উদ্ভিদসূত্রের অণুতে দহক, অজনক ও অঙ্গার আছে ; মাংসপেশীর সূত্রের অণুতে দহক, অজনক, অঙ্গার এবং মরুতক আছে। পাগল দল একাধিক ভৌতিক পরমাণু উপাদান ६i८क जां । দ্বারা অণু রচিত হয়, কিন্তু তাহার যে পরস্পরে সংলগ্ন অর্থাৎ পরস্পরকে একেবারে ছুইয়া থাকে তাহা নহে। প্রাকৃতিক বিজ্ঞান, রসায়ন (t